ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কলারোয়ায় স্বর্ণের ২টি বারসহ চোরাকারবারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
কলারোয়ায় স্বর্ণের ২টি বারসহ চোরাকারবারী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্ত থেকে ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বারসহ শাহারুল ইসলাম (২৫) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাহারুল কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আতিয়ার সরদারের ছেলে।

দুপুরের দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সদর দপ্তর।  

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, ভারতে স্বর্ণ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে সকালে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১০ আরবি থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজপুর পোড়া মাঠের মেহেগনি বাগান থেকে শাহারুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জব্দ করা হয় ২৪৯ গ্রাম ওজনের দু’টি স্বর্ণের বার। জব্দকৃত বার দু’টির মূল্য প্রায় ১৪ লাখ ৯৪ হাজার ২৪৯ টাকা। শাহারুলকে কলারোয়া থানায় সোপর্দ ও জব্দকৃত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।