ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে বালুর মাঠে নবজাতকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
আশুগঞ্জে বালুর মাঠে নবজাতকের মরদেহ প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা শহরের একটি বালুর মাঠ থেকে ওই নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বঙ্গবন্ধু কারিগরি ও বাণিজ্যিক কলেজ এলাকায় মহাসড়কের পাশের বালুর মাঠে কে বা কারা নবজাতকটিকে ফেলে যায়। বিকেলে শফিকুল ইসলাম নামে স্থানীয় এক যুবক খালের পানিতে গোসল করতে গিয়ে প্রথমে শিশুটির মরদেহ দেখতে পান। এরপর আশুগঞ্জ থানায় ফোন করা হলে পুলিশ গিয়ে নবজাতকের মরদেহটি উদ্ধার করে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।