ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টেকনাফে ৫ কোটি ৩৮ লাখ টাকার আইস উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
টেকনাফে ৫ কোটি ৩৮ লাখ টাকার আইস উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৭৬ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি। উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী খারাংখালীর ৬ নম্বর পোস্টের দক্ষিণে নুর কবির নামের এক ব্যক্তির মাছের ঘেরে পরিত্যক্ত অবস্থায় এই ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়।

মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত  করা হয়েছে। তাদের দাবি উদ্ধার করা এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৮ লাখ টাকা।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ মাদক ক্রিস্টাল মেথ আইসের চালান উদ্ধার করে বিজিবি। এ ঘটনায় ওই মাছের ঘের মালিককে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ১৬ মার্চ,২০২২
এসবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।