ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈশ্বরগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
ঈশ্বরগঞ্জে বিদ‍্যুৎস্পৃষ্ট হয়ে মাদরাসা শিক্ষকের মৃত্যু প্রতীকী ছবি

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুমার নামাজের জন্য পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাজী নোমান (২৭) নামে এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) দুপুরে উপজেলার জাটিয়া ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নোমান ওই গ্রামের কাজী আফাজ উদ্দিনের ছেলে। তিনি ঢাকায় একটি মাদরাসায় শিক্ষকতা করতেন।

জানা গেছে, জুমার নামাজের জন্য পাঞ্জাবি আয়রন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে তাকে দ্রুত পরিবারের লোকজন উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল কাদের মিয়া বাংলানিউজকে বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।