ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতির মৃত্যু প্রতীকী

নোয়াখালী: নোয়াখালীর চাটখিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি ও নাতির মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (১০ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পরকোট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব পরকোট গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই গ্রামের জালাল আহমেদের স্ত্রী হায়াতের নেছা (৭৫) ও একই গ্রামের হাসান আহমেদের ছেলে জিহাদ হোসেন (৮)। নিহতরা সম্পর্কে দাদি ও নাতি।

স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে হায়াতের নেছা একই বাড়ির সম্পর্কে এক নাতি জিহাদকে পাশের একটি বাড়িতে ওষুধ নিয়ে যাচ্ছিলেন। পথে ধান ক্ষেতে পড়ে থাকা ছেঁড়া বৈদ্যুতিক তারে বিদ্যুৎপৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়ে জিহাদ। এ সময় নাতিকে বাঁচাতে এগিয়ে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে দু’জনই মারা যান।

পরকোট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বাহার আলম মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, চাটখিল থানায় বিষয়টি জানানো হয়েছে। স্থানীয়রা ধানক্ষেত থেকে দাদি ও নাতির মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছে।  

চাটখিল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল ওয়াহেদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২১৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।