ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
ট্রলি থেকে ছিটকে পড়ে প্রাণ গেল স্কুলছাত্রের  স্বজনরা আহাজারি করছেন

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় ট্রলি থেকে ছিটকে পড়ে মো. হাসিব (১৫) নামে এক স্কুলছাত্র প্রাণ হারিয়েছে।

বুধবার (০৯ মার্চ) বিকেলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলার সেকান্দারখালী এলাকার আশরাফ আলীর ছেলে হাসিব খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই স্কুলছাত্র লেখাপড়ার পাশাপাশি মাটি টানার ট্রলিতে শ্রমিক হিসেবে কাজ করত। বুধবার দুপুরে আমতলী-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চারঘাট থেকে ওই ট্রলিতে করে বান্দ্রার দিকে যাচ্ছিল সে। এসময় ট্রলি থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হয় সে।  এ অবস্থায় তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়ার পর চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।  

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান রহমান জানান, লাইসেন্সবিহীন ট্রলিটি জব্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মার্চ ৯, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।