ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু, পুড়েছে ৩শ ঝুপড়ি 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে আগুনে শিশুর মৃত্যু, পুড়েছে ৩শ ঝুপড়ি 

কক্সবাজার: উখিয়ার কুতুপালং লম্বাশিয়ার মোচরা রোহিঙ্গা ক্যাম্পে আগুনে দগ্ধ হয়ে এক শিশু মারা গেছে। এতে পুড়ে গেছে অন্তত ৩শ’ ঝুপড়ি ঘর।

মঙ্গলবার (০৮ মার্চ) বিকেল ৪টার দিকে উখিয়ার কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস, এপিবিএন পুলিশসহ স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় এক রোহিঙ্গা শিশু দগ্ধ হয়ে মারা গেছে। তবে তার পরিচয় নিশ্চত করা সম্ভব হয়নি। এছাড়াও আগুনে ৩শ ঝুপড়ি ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে জানান তিনি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকে আরো দুইটি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে পরপর তিনবার ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০২২
এসবি/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।