ঢাকা, সোমবার, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৭ মে ২০২৪, ১৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে সর্বজনীন পেনশন মেলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, মে ৬, ২০২৪
বরিশালে সর্বজনীন পেনশন মেলা

বরিশাল: বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ মে) সকালে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরের অশ্বিনী কুমার হলে দিনব্যাপী সর্বজনীন পেনশন মেলা ২০২৪ এর অনুষ্ঠিত হয়।

সকালে বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলী ও অন্যান্য অতিথিরা মেলার শুভ উদ্বোধন করেন।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক-বীর প্রতীক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর শাহ সাজেদা প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই, বরিশালের এনজিওগুলোর সমন্বয়ক কাজী জাহাঙ্গীর কবিরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতাসহ ইমাম, শিক্ষক, শ্রমিক, খেলোয়াড়, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আলোচনায় অতিথিরা সর্বজনীন পেনশনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উল্লেখ্য, মেলায় ১৩টি স্টল রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, মে ০৬, ২০২৪
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।