ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ৭, ২০২২
বগুড়ায় ছুরিকাঘাতে নারী নিহত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ছুরিকাঘাতে রেহেনা আক্তার (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের নিয়ামুতপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

রেহেনা ওই গ্রামের বুলু মণ্ডলের মেয়ে।  

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রেহেনার পরিবারের স্বজনদের মধ্যে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার (৬ মার্চ) দিনগত রাতে তাদের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়। পরে সোমবার সকালে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারিতে পরিণত হয়। এ সময় প্রতিপক্ষরা রেহেনাকে উপর্যপুরি ছুরিকাঘাত ও মারধর করে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় রেহেনাকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় হামলাকারীদের একজন আহত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক কুমার দাস জানান, গত রোববার থেকে তাদের পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে সোমবার সকালে ছুরিকাঘাতে রেহেনা নিহত হন। এ ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা চলছে এবং আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ০৭, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।