ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আত্মরক্ষার্থে রাঙামাটিতে কারাতে শিখছে ২৫ কিশোরী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, মার্চ ৪, ২০২২
আত্মরক্ষার্থে রাঙামাটিতে কারাতে শিখছে ২৫ কিশোরী

রাঙামাটি: রাঙামাটিতে ২৫ জন কিশোরীকে নিয়ে আত্মরক্ষামূলক কারাতে প্রশিক্ষণ শুরু হয়েছে।  

শুক্রবার (০৪ মার্চ) সকালে জিমনেসিয়াম মিলনায়তনে উইমেন্স ভয়েস অ্যান্ড লিডারশিপ বাংলাদেশ এবং উইমেন এমপাওয়ারমেন্ট থ্রু লানিং লিডারশিপের উদ্যোগে আয়োজিত কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।

নাইউ প্রু মারমার সভাপতিত্বে এসময় রাঙামাটি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা বিনতে আমিন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন, কারাতে প্রশিক্ষক যশস্বী চাকমা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং প্রশিক্ষণে অংশ নেওয়া কিশোরীরা উপস্থিত ছিলেন।

"আত্মরক্ষার কৌশল আত্মবিশ্বাস বাড়ায়'' এ প্রতিপাদ্যে ২৫ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। এতে সহযোগিতা করছে মানুষের জন্য ফাউন্ডেশন এবং গ্লোবাল কানাডা।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বিনামূল্যে প্রশিক্ষণ পোশাক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।