ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

স্বজনদের কাছে জাহাজে আটকে পড়া ক্রুদের আকুতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২২
স্বজনদের কাছে জাহাজে আটকে পড়া ক্রুদের আকুতি ফাইল ফটো

টাঙ্গাইল: ‘ভাই আমরা আতঙ্কিত, আমরা বাঁচতে চাই, দেশে ফিরতে চাই’ এভাবেই লিখে বড় ভাইয়ের কাছে মেসেজ পাঠাচ্ছেন ইউক্রেনের অলভিয়া বন্দরের ‘বাংলার সম্মৃদ্ধি’ জাহাজের সহকারী প্রকৌশলী টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নের পাহারপুর গ্রামের রবিউল আওয়াল।

রবিউল আওয়াল পাহাড়পুর গ্রামের মো. হোসেন আলীর ছেলে।

রবিউলসহ জাহাজটিতে আরো ২৮ নাবিক বাঁচতে সহযোগিতা পেতে তাদের স্বজনদের কাছে আকুতি জানিয়ে মোবাইলে মেসেজ পাঠাচ্ছেন।

এর আগে, জাহাজটির প্রকৌশলী হাদিসুর রহমান মিসাইল হামলার ফলে নিহত হয়েছেন। এরপর থেকেই জাহাজে থাকা ২৮ জন ক্রু আতঙ্কের মধ্যে রয়েছেন।

জাহাজের সহকারী প্রকৌশলী রবিউল আওয়ালের বড় ভাই আজিজুল হক খান বাংলানিউজকে জানান, তার ভাইসহ জাহাজে বর্তমানে ২৮ জন বাংলাদেশি ক্রু রয়েছেন। তারা সবাই আতঙ্কে আছেন। তার ভাইয়ের সঙ্গে প্রতিনিয়তই মেসেজে যোগাযোগ হচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা আড়াইটার দিকেও যোগাযোগ হয়েছে। বর্তমানে ওই এলাকায় বোমা কম ফেলা হচ্ছে। তারপরও তারা খুবই আতঙ্কে রয়েছেন। যেকোনো মূল্যে তাদের রক্ষা করতে সরকারসহ বিভিন্ন জনের সহযোগিতা কামনা করছেন।

>>> জাহাজ থেকে নামলে ক্রুদের ঝুঁকি বাড়বে: প্রতিমন্ত্রী
>>> ইউক্রেনে নিহত নাবিকের বাড়িতে শোকের মাতম

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, মার্চ ০৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।