ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ইলিশ রপ্তানি ২ দেশে সেতু বন্ধন হিসেবে কাজ করবে: কলকাতার ব্যবসায়ীদের প্রতিক্রিয়া

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ৮, ২০২৫
ইলিশ রপ্তানি ২ দেশে সেতু বন্ধন হিসেবে কাজ করবে: কলকাতার ব্যবসায়ীদের প্রতিক্রিয়া ফাইল ফটো

বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন কলকাতার ব্যবসায়ীরা। তারা বলেছেন, ইলিশ রপ্তানি  দুই দেশের সম্পর্কের সেতু বন্ধন হিসেবে কাজ করবে।

সোমবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকার থেকে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানতে চাইলে কলকাতার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ বাংলানিউজকে বলেন, বাংলাদেশের ইলিশ কলকাতার লোকেরাও খুব পছন্দ করে। বাংলাদেশ সরকারের ইলিশ রপ্তানির সিদ্ধান্তে আমরা খুব খুশি হয়েছি।

তিনি বলেন, বর্তমানে দুই দেশের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। ইলিশ রপ্তানি দুই দেশের সম্পর্কে সেতুবন্ধন হিসেবে কাজ করবে। আমরা প্রত্যাশা করি, এরমধ্যে দিয়ে দুই দেশের মানুষের মধ্যে সম্প্রীতি বাড়বে।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। সে অনুযায়ী এবার ভারতে ১২শ মেট্রিক টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।