ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমিল্লায় সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মার্চ ২, ২০২২
কুমিল্লায় সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুমিল্লা: বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতা-২০২২ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।

বুধবার (২ মার্চ) কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

প্রতিযোগিতায় ১০টি ডিভিশন ও পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং লজিস্টিক এরিয়াসহ মোট ১৬টি দল অংশ নেয়।  

এতে সাত স্বতন্ত্র ব্রিগেড পদাতিক ডিভিশন ২১.৪৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং ১১ পদাতিক ডিভিশন ২০.৯৭ পয়েন্ট পেয়ে রানার্স আপ হয়।

ফায়ারিং প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশনের কর্পোরাল আবদুল আলিম শ্রেষ্ঠ ফায়ারার, ১১ পদাতিক ডিভিশনের সৈনিক মো. তুহিন মিয়া ও ক্যাপ্টেন সৈয়দা রাফিসা জামান দ্বিতীয় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

এসময় এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া ও জেনারেল অফিসার কমান্ডিং, ৩৩ পদাতিক ডিভিশন মেজর জেনারেল মো. জাহাঙ্গীর হারুনসহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুমিল্লা এরিয়ার সব কর্মকর্তা, জেসিও এবং অন্যান্য পদবির সৈনিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।