ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
১০ জনের নাম প্রকাশ করবে না সার্চ কমিটি বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশিন গঠনে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম সুপারিশ করবে | ফাইল ছবি

ঢাকা: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার নিয়োগে ১২-১৩ জনের নাম সুপারিশের জন্য প্রস্তুত করেছে অনুসন্ধান (সার্চ) কমিটি। আগামী বৈঠকে সেখান থেকে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।

অনুসন্ধান কমিটি যে ১০ জনের নাম চূড়ান্ত করবে, সেই নামের তালিকা প্রকাশের দাবি উঠলেও নামগুলো প্রকাশ করা হবে না বলে জানিয়েছেন অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান।

রোববার (২০ ফেব্রুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাইঞ্জে অনুসন্ধান কমিটির বৈঠকে ২০ জনের তালিকা নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে অনুসন্ধান কমিটির সভাপতি বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের ১২–১৩ জনের নাম প্রস্তুত করা হয়েছে বলে জানান।

তিনি বলেন, আমরা এই পর্যন্ত আমাদের মধ্যে ছয়টি বৈঠক করেছি, আরেকটি বৈঠক বাকি আছে। আগামী ২২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টায় আমরা আশা করছি, আমাদের সপ্তম বৈঠকের মধ্য দিয়ে আপাতত আমাদের কাজ শেষ করতে পারব।

বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, চারটি বৈঠক করেছি সুশীল সমাজের প্রতিনিধি ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে। আপনারা জানেন, ৩২২ জনের একটি তালিকা প্রকাশ করা হয়েছিল। এই ৩২২ জনের তালিকার সাথে পরবর্তীতে বিশিষ্ট চারজন সাংবাদিককেও আমরা ডেকেছি, তারাও কিছু নাম দিয়ে গেছেন। আমরা একটি কথা বলেছিলাম যে, নাম দেওয়ার সময় একদিনের জন্য বাড়িয়েও ছিলাম। এরপরও যদি কেউ নাম পাঠান আমরা তাদের নামও বিবেচনায় নেব। সময় বর্ধিত করার পর কিছু রাজনৈতিক সংগঠন নাম পাঠিয়েছে। সমস্ত নামগুলো আমরা বিবেচনায় নিয়ে পঞ্চম সভায় আমরা ২০ জনের নাম চূড়ান্ত করি।

তিনি বলেন, আজকের যে সভা হলো, সেই সভায় ১০টি নাম এখনও চূড়ান্ত করতে পারিনি, কাছাকাছি এসেছি, আমরা ১২/১৩টি নামের মধ্যেই ১০ জনকে খুঁজে বেড়াচ্ছি। এর মধ্যে আশা করি ১০টি নাম পেয়ে যাব। ২২ তারিখ আমাদের সর্বশেষ মিটিং করে রাষ্ট্রপতির কাছে এ নামগুলো পাঠিয়ে দেব।

অনুসন্ধান কমিটির চূড়ান্ত করা ১০ জনের নাম প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইনত আমাদের কাজ নাম সুপারিশ করা, আমরা তাই করব। তালিকা দেওয়ার পর রাষ্ট্রপ্রতি বললে তখন আমরা নাম প্রকাশ করতে পারব। একমাত্র তার অনুমতি ছাড়া নামগুলো প্রকাশ করার সুযোগ আমাদের নেই।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন—হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহা-হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

নতুন নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি গঠনের পর নিবন্ধিত রাজনৈতিক দলগুলোসহ নাগরিকদের কাছে পছন্দের ব্যক্তিদের নাম চাওয়া হয়েছিল। ২৪টি রাজনৈতিক দল ও ছয়টি সংগঠন নামের তালিকা জমা দিয়েছিল। ব্যক্তিগতভাবেও অনেকে নামের তালিকা দিয়েছিলেন। তবে বিএনপিসহ নিবন্ধিত বেশ কয়েকটি দল নাম প্রস্তাব করেনি।

আরও পড়ুন:
শেষ বৈঠকে ১০ জনের নাম চূড়ান্ত হবে

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
ইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।