ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কয়রায় হরিণের মাংসসহ শিকারী আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
কয়রায় হরিণের মাংসসহ শিকারী আটক .

খুলনা: খুলনার কয়রা উপজেলা থেকে ১২ কেজি হরিণের মাংসসহ অসিত কুমার সরদার (৫০) নামে এক শিকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম মামুনুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

অসিত বড় আংটিয়ারার নগেন্দ্র নাথ সরদারের ছেলে।

কমান্ডার বিএন এম মামুনুর রহমান বলেন, সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে কোস্টগার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কয়রার একটি টহল দল বড় আংটিয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

তিনি বলেন, জব্দকৃত হরিণের মাংস ও আটককৃত হরিণ শিকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খাসিটানা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২২
এমআরএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।