ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ভেকু মেশিনের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
বগুড়ায় ভেকু মেশিনের ধাক্কায় নারী নিহত

বগুড়া: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মাটি কাটার ভেকু মেশিনের (এক্সকাভেটর) ধাক্কায় মরিয়ম বিবি (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।  

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোড়াইল পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মরিয়ম ওই এলাকার শাহাদত হোসেনের স্ত্রী।  

স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াইল পূর্বপাড়া এলাকায় একটি সরকারি খাস পুকুর রয়েছে। সরকার থেকে সেই পুকুর লিজ নিয়েছে স্থানীয় মসজিদ কমিটি। এদিকে পুকুর ভরাট হয়ে যাওয়ায় সকাল থেকে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ চলছিল। পুকুরের পাশেই মরিয়ম বিবি তার সবজি বাগানে কাজ করছিলেন। এক পর্যায়ে মরিয়ম বিবির মাথায় ওই ভেকু মেশিনের ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপরই চালক পালিয়ে যান।

শিবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসমত উল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।