ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২২
মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদা-নাতির মৃত্যু

কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় বৈদ্যুতিক পাম্প দিয়ে পানি সেচে পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ‍্যুতায়িত হয়ে দাদা-নাতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর কুটি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ওই গ্রামের মৃত গফুর মন্সির ছেলে এমদাদুল হক (৬২) ও তার নাতি রাকেশ মিয়া (৭)।

তিলাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুজ্জামান ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, কুটিপাড়া গ্রামে আজ বিকেলে পাশের বাড়ির মিটার থেকে বিদ‍্যুৎ সংযোগ নিয়ে পুকুর সেচ দিয়ে মাছ ধরতে যায় এমদাদুল হক। বৈদ‍্যুতিক তারে লিক থাকায় পানিতে নামলে তিনি বিদ‍্যুতায়িত হন। এ সময় নাতি রাকেশ দাদাকে ধরলে বিদ‍্যুতায়িত হয়েই ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনার পর ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুন্নবী চৌধুরী খোকন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদশে সময়: ১৯১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২২
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।