ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ধামরাইয়ে ২ ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২২
ধামরাইয়ে ২ ইটভাটার মালিককে ৪ লাখ টাকা জরিমানা

সাভার (ঢাকা): ঢাকার ধামরাইয়ে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অনুমোদনহীন দুই ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত ধামরাইয়ের সদর ইউনিয়নে ডমরান এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা  সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট  ইশতিয়াক আহমেদ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ জানান, পরিবেশ দূষণকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যে সব ইটভাটার কাগজপত্র নেই সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। মোল্লা ব্রিকস ও ভাই ভাই ব্রিকস দুটি তাদের বৈধ কোন কাগজ দেখাতে পারেনি। তাই ব্রিকস দু'টি ভেঙে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ব্রিকস দুটির মালিককে ২ লক্ষ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন ধামরাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তা ।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২২
এসএফ/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।