ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কামারখন্দে রেলস্টেশন থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
কামারখন্দে রেলস্টেশন থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।  

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিনের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

এ সময় জামতৈল রেলওয়ের স্টেশন মাস্টার প্রভাত কুমার দাসসহ আরএনবির সদস্যরা উপস্থিত ছিলেন।  
 
দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার ১০টি অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ।  

পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশীর বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা নাসিম উদ্দিন বলেন, মুজিববর্ষ উপলক্ষে রেলওয়ের প্রতিটি স্টেশন ঢেলে সাজানো হবে। এ কারণে স্টেশন থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে। এরই অংশ হিসেবে জামতৈল রেলওয়ে স্টেশনের ১০টি দোকান উচ্ছেদ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।