ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

বিধিনিষেধ অমান্য করে ডিজে পার্টি, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
বিধিনিষেধ অমান্য করে ডিজে পার্টি, জরিমানা

কুমিল্লা: কুমিল্লায় বিধিনিষেধ অমান্য করে জন্মদিনে ডিজে পার্টি করায় জরিমানা করা হয়েছে। পাশাপাশি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠান ও হোটেলে খাবার পরিবেশন করায় জরিমানা করা হয়।

অভিযানে মোট ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।  

শনিবার (২২ জানুয়ারি) রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল।

রোববার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা নগরীর ছোটরা এলাকায় করোনাকালীন বিধিনিষেধ অমান্য করে জন্মদিনে ডিজে পার্টি করায় সংক্রামক রোগ আইন-২ অনুযায়ী ১৯ হাজার টাকা জরিমানা করা হয়।  

এছাড়া নগরীর ছন্দু হোটেলে স্বাস্থ্যবিধি অমান্য করে খাবার পরিবেশন করায় একই আইনে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে মডার্ন কমিউনিটি সেন্টার সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অনুষ্ঠান আয়োজন করায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।