ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল জিহাদ, দেয়ালচাপায় শেষ...! 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০২, নভেম্বর ৯, ২০২১
বাবার হাত ধরে স্কুলে যাচ্ছিল জিহাদ, দেয়ালচাপায় শেষ...! 

ঢাকা: রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেওয়াল চাপা পড়ে জিহাদ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।

নাজির হোসেন জানান, জিহাদ আজিমপুর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়তো। প্রতিদেনের মতো মঙ্গলবার সকালেও ছেলেকে হাতে ধরে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে পড়লে চাপা পড়ে জিহাদ। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আ. কাদির জানান, আজিমপুরে সরকারি কলোনির বাউন্ডারি দেয়াল ধসের নিচে চাপা পড়ে শিশুর মৃত্যু হয়েছে বলে আমরা জানতে পেরেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২০২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২১
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।