ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, অক্টোবর ১৭, ২০২১
শান্তিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

সুনামগঞ্জ: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার জয়কলস গ্রামে দু’পক্ষের সংঘর্ষে লালু মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।

রোববার (১৭ অক্টোবর) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় লালু মিয়ার পক্ষের আরও ৪ জন আহত হয়েছেন। লালু মিয়া উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের বাসিন্দা ওয়ারিশ আলীর ছেলে।  

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ২টার দিকে সিএনজি চালিত অটোরিকশায় যাত্রী নিয়ে যাচ্ছিলেন হেলাল মিয়া। এসময় অপর গাড়িকে পাস দিতে গিয়ে ফজলু মিয়া (১৮) গৃহপালিত গরুর সঙ্গে হেলাল মিয়ার গাড়ি ধাক্কা খায়। এ ঘটনায় হেলাল মিয়া ও ফজলু মিয়ার মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে এক পর্যায়ে হেলাল মিয়াকে মারধর করেন ফজলু মিয়া। এর জের ধরে সকালে উভয়পক্ষ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হন। এতে হেলাল মিয়ার পক্ষের গুরুতর আহত লালু মিয়াসহ আরো ৪ জন আহত হন। তাদের আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় লালু মিয়া বিকেলে মারা যান।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বাংলানিউজকে বলেন, দু’পক্ষের সংঘর্ষে আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ ঘটনায় উভয় পক্ষের ৫ জনকে আটক করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষের কাছ থেকে অভিযোগ পাওয়া যায় নি।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।