ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্যে কাজ করছে সরকার বক্তব্য দিচ্ছেন ড. হাছান মাহমুদ

ভোলা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার সরকার সমগ্র দেশের উন্নয়নে বিশ্বাস করে। সে কারণে দেশের প্রতিটি প্রান্তে উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে।

শনিবার (১৮ সেপ্টম্বর) বিকেলে ভোলার চরফ্যাশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি বলেন, সমগ্র দেশের উন্নয়নের মধ্যেই জাতির এবং রাষ্ট্রের উন্নয়ন হয়। আর তাই দেশের প্রতিটি প্রান্তে যেন উন্নয়নের ছোঁয়া লাগে সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার।

তিনি আরো বলেন, চরফ্যাশন উপজেলার পরিবেশ আপরূপ। যা দেখে আমি মুগ্ধ। এখানে সারা দেশ থেকে পর্যটকরা আসেন। দেশের অন্য অঞ্চলের মত চরফ্যাশনেও উন্নয়ন হয়েছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

পরে প্রধান অতিথি ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ এমএম নজরুল ইসলামের ২৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এ আলোচনা সভার আয়োজন করে।  
 
বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।