ঢাকা, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৩ মে ২০২৪, ২৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশব্যাপী শিল্পশ্রমিকরা পেলেন বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুডের সহায়তা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
দেশব্যাপী শিল্পশ্রমিকরা পেলেন বসুন্ধরা ফুড অ্যান্ড মাল্টি ফুডের সহায়তা

ঢাকা: কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত পুরো বিশ্ব বিগত দেড় বছরেরও বেশি সময় ধরে এ মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। করোনা মহামারির চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

আর তারই ধারবাহিকতায় বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহানের উদ্যোগ ও নির্দেশনায় বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডের আয়োজনে দেশব্যাপী শিল্প সংশ্লিষ্ট শ্রমিকযোদ্ধাদের কষ্ট লাঘব করতে নেওয়া হয়েছে বিশেষ ত্রাণ সহায়তা কার্যক্রম।  

দেশব্যাপী ছড়িয়ে থাকা আট হাজার শিল্পশ্রমিক পরিবারকে দেওয়া হচ্ছে উপহার, যেখানে থাকছে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।  

মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকার মৌলভীবাজার, কিশোরগঞ্জের ভৈরব বাজার, ঢাকার সাভার, ময়মনসিংহ, যশোর, সিলেট, চট্টগ্রাম এবং চাঁদপুরের পুরান বাজার এলাকায় উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।  

বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও বসুন্ধরা মাল্টি ফুড প্রডাক্টস লিমিটেডের হেড অফ সেলস (বাল্ক) রেদোয়ানুর রহমানের নেতৃত্বে বিজনেস পার্টনারসদের (ট্রেডারস) সঙ্গে নিয়ে দেশব্যাপী ছড়িয়ে থাকা এ শ্রমিকযোদ্ধা ও তাদের পরিবারকে সহযোগিতা করার জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।  

প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগে মোট আট হাজার শিল্পশ্রমিক পরিবার পাচ্ছে এ সহায়তা। সহযোগিতার এ ধারা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।  

** সিলেটে ১৬০০ দিনমজুরকে খাদ্যসামগ্রী দিল বসুন্ধরা গ্রুপ

** যশোরে করোনায় কর্মহীন মানুষের পাশে বসুন্ধরা গ্রুপ

** বসুন্ধরার উপহার পেয়ে ১২০ অসহায়ের মুখে হাসি

** পুরান ঢাকার ৩০০ শ্রমিক পেলেন বসুন্ধরার উপহার

** চাঁদপুরে ১৫০ শ্রমিক পেল বসুন্ধরার খাদ্যসহায়তা

** চাক্তাই-খাতুনগঞ্জের ৩০০ শ্রমিক পেল বসুন্ধরা ফুড অ্যান্ড বেভারেজের উপহার

** ভৈরবে ২০০ কর্মহীন মানুষ পেল বসুন্ধরার খাদ্যসামগ্রী

** খুলনায় ৬৬৫ শ্রমিক পেলেন বসুন্ধরার উপহার

** উল্লাপাড়ায় হতদরিদ্রদের মধ্যে বসুন্ধরা গ্রুপের খাদ্য সহায়তা

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০২১
এসআই


   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।