ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে টিকা রেজিস্ট্রেশনের প্রতারণা চক্রের এক সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৮, জুলাই ২৯, ২০২১
টাঙ্গাইলে টিকা রেজিস্ট্রেশনের প্রতারণা চক্রের এক সদস্য আটক

টাঙ্গাইল: টাঙ্গাইলে করোনা (কোভিড-১৯) টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করার প্রতারণা চক্রের সাব্বির হোসেন রুবেল (৩১) এক জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।  

বৃহস্পতিবার (২৯ জুলাই) দুপুরে র‌্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

আটক রুবেল জেলা সদর উপজেলার নগরজলফৈ গ্রামের সামাদ মিয়ার ছেলে।

মো. এরশাদুর রহমান জানান, চলমান মহামারি করোনার টিকা নেওয়ার রেজিস্ট্রেশন (নিবন্ধন) করে দেওয়ার কথা বলে রুবেল প্রত্যেক ব্যক্তির কাছে থেকে প্রতারণা করে দেড়-দুই হাজার টাকা করে হাতিয়ে নিচ্ছিলেন। এমন গোপণ তথ্যে পেয়ে বৃহস্পতিবার ভোরে নগর জালফৈ এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় ১৮৬০ সালের পেনাল কোডের ৪১৭/৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে আসামিকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।