ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় এনজিওকর্মী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
বগুড়ায় কাভার্ডভ্যানের চাপায় এনজিওকর্মী নিহত

বগুড়া: বগুড়ার সদর উপজেলায় কাভার্ডভ্যান চাপায় মতিউর রহমান (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছেন।

রোববার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার গোকুল এলাকার ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মতিউর রহমান দিনাজপুর জেলার খামারবাড়ি ভান্ডারদহ এলাকার শামসুল আলমের ছেলে। তিনি সিরাজগঞ্জ জেলায় একটি এনজিওতে চাকরি করতেন।

জানা যায়, সারা দেশে লকডাউন চলায় কোনো যানবাহন না থাকায় নিজ মোটরসাইকেল নিয়েই দিনাজপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন মতিউর রহমান। পথিমধ্যে বগুড়ার গোকুল এলাকায় পৌঁছলে এক রিকশাকে সাইড দিতে গিয়ে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, এ ঘটনায় কাভার্ডভ্যান চালক পালিয়ে গেছে এবং মরদেহটি উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।