ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

জাতীয়

আড়াইহাজারে ৫১ কেজি গাঁজাসহ আটক ৯

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৬, জুলাই ১৩, ২০২১
আড়াইহাজারে ৫১ কেজি গাঁজাসহ আটক ৯

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জপর আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ ৯ মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৩ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী।

 

এর আগে সোমবার (১২ জুলাই) বিকেলে অভিযানটি পরিচালিত হয়।

আটকরা হলেন- মো. দুলাল হোসেন (৪০), মো. আরিফ (৩০), মো. আলম (২২), মো. শামীম মিয়া (৩০), মো. আলম (২০), রোজি বেগম (৩০), ঝরনা বেগম (৫০), সুজেতা খাতুন (৪০)।

আটকদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ১৩, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।