ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে জঙ্গি আস্তানা ৩ বোমা নিষ্ক্রিয়, আরেক স্পটে অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
আড়াইহাজারে জঙ্গি আস্তানা ৩ বোমা নিষ্ক্রিয়, আরেক স্পটে অভিযান ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও এলাকায় একটি বাড়িতে অভিযানে আরও এক জনকে আটক করা হয়েছে।  তবে তার পরিচয় তদন্তের স্বার্থে গোপন রাখা হয়েছে।

এছাড়া জঙ্গি আস্তানা সন্দেহে জেলার বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় আরও একটি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

রোববার (১১ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ঢাকা মহানগর পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের আসাদুজ্জামান এ তথ্য জানান।  

রোববার (১১ জুলাই) রাতে নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটিকে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা হয়। পরে একে একে তিনটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়।  

এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল-মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। তার তথ্যমতেই চলছে এ অভিযান।  

ডিআইজি আসাদুজ্জামান বলেন, ঢাকা থেকে আটক আব্দুল্লাহ আল-মামুন জঙ্গি গ্রুপের সঙ্গে জড়িত। তিনি জঙ্গি গোষ্ঠীর সামরিক গ্রুপের সদস্য। এদের এমন সামরিক সদস্যের সংখ্যা খুবই লিমিটেড হয়। তারা সাধারণত কোনো হামলা সংগঠিত করতে তার পরকল্পনা করে থাকেন।

ডিআইজি আরও বলেন, মামুন নব্য জেএমবির সদস্য। তারা বিভিন্ন ট্যাক্টিকাল পয়েন্টে হামলার জন্য বোমা তৈরি করছিল। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই তাৎক্ষণিকভাবে এখানে অভিযান পরিচালনা করা হয়।  

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় আর একটি বাসা ঘিরে রাখা হয়েছে বলে জানান তিনি।


** আড়াইহাজারের জঙ্গি আস্তানায় ৩ বিস্ফোরণ

** আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও

 

বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।