ঢাকা, রবিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

জাতীয়

পঞ্চগড়ে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৮, জুলাই ১১, ২০২১
পঞ্চগড়ে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা ভ্রাম্যমাণ আদালতের অভিযান

পঞ্চগড়: পঞ্চগড়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখা ও ভেজাল মালামাল রাখায় ৫ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বোদা উপজেলায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।

পরেশ চন্দ্র বর্মন বাংলানিউজকে বলেন, ভোক্তা-অধিকারবিরোধী বিভিন্ন অপরাধে বোদা উপজেলার ফার্মেসি এমবি ট্রেডার্সকে এক হাজার টাকা, আফিয়া ফার্মেসিকে এক হাজার, জবা ফার্মেসিকে এক হাজার, ভাই ভাই কনফেকশনারিকে এক হাজার ও কীটনাশকের দোকান এমকে মেডিসিন কর্নারকে দুই হাজার টাকা জরিমানাসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে টিসিবি কর্তৃক পরিচালিত ট্রাক সেল মনিটরিং করা হয়েছে।

এ সময় অভিযানে নিরাপত্তা বিধানে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও জেলা পুলিশের একটি টিম সহায়তা করে।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, জুলাই ১১, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।