বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের প্রয়াত সভাপতি শাহ আতিউল ইসলামের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর হাতিরপুলে ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে ‘আসন্ন শ্রম আইন সংশোধন অধ্যাদেশ ও শ্রমিকের প্রত্যাশা‘ শীর্ষক এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তাসলিমা আখতার। আলোচনায় অংশ নেন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, গার্মেন্ট শ্রমিক সংহতির যুগ্ম সম্পাদক প্রবীর সাহা, বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভুঁইয়া, পুস্তক বাঁধাই শ্রমিক ইউনিয়েনের কোষাধক্ষ্য সোহেলা রুমি ও অন্যান্য শ্রমিক নেতারা।
এর আগে সকালে শাহ আতিউল ইসলামকে স্মরণ করে তার সমাধিতে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কার্যালয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
এমজেএফ