ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

জাতীয়

দক্ষিণখানে বন্ধন টাওয়ার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, জুলাই ৪, ২০২১
দক্ষিণখানে বন্ধন টাওয়ার থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ...

ঢাকা: রাজধানীর দক্ষিণখান মাঝিবাড়ি রোড এলাকার বন্ধন টাওয়ারের আট তলা থেকে মো. সেলিম মিয়া (৫৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

রোববার (৪ জুলাই) সন্ধ্যায় দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল গফুর মিয়া বাংলানিউজকে জানান, নিহত সেলিমের বাড়ি কিশোরগঞ্জ ভৈরব উপজেলার হলেও বর্তমানে দ্বিতীয় স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন।

সেলিম পেশায় পরিবহন ব্যবসায়ী ছিলেন।  

তিনি আরো জানান, নিহতর বড় স্ত্রী অন্য জায়গায় তার সন্তানদের নিয়ে থাকে। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। এই সব কারণে সেলিম গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোরহওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, জুলাই ০৪, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ