ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২০, জুন ১৫, ২০২১
পাঁচবিবিতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা রোপণ চারা রোপন করছেন জেলা পরিষদ চেয়ারম্যান। ছবি: বাংলানিউজ

জয়পুরহাট: করোনায় স্বাস্থ্যবিধি মেনে মুজিব বর্ষে জয়পুরহাট জেলা পরিষদের উদ্যোগে পাঁচবিবি উপজেলায় বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা রোপণ করা হয়েছে।  

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে পাঁচবিবি উপজেলার ডাক বাংলো চত্বরে এসব গাছের চারা রোপণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর ইসলাম রকেট।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রধান নির্বাহী আবুল হায়াত মোহাম্মদ রফিক, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, জেলা পরিষদ সদস্য মামুনুর রশিদ, রেবেকা সুলতানা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, বালিঘাটা ইউপি চেয়ারম্যান বিপ্লব চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মীর রেজাউল করিম, পৌর আওয়ামী লীগের সভাপতি এসকে আব্দুল হক ও সাবেক ছাত্রনেতা ফরহাদ আলম জুয়েল।

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুন ১৫, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।