ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

বেনাপোলে করোনা সংক্রমণ রোধে অতিরিক্ত বিজিবি মোতায়েন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২৪, জুন ৩, ২০২১
বেনাপোলে করোনা সংক্রমণ রোধে অতিরিক্ত বিজিবি মোতায়েন

বেনাপোল (যশোর): হঠাৎ করে বেনাপোল এলাকায় করোনা সংক্রমণ বাড়ায় সাধারণ জনগণকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানাতে ও সীমান্তে নজরদারি বাড়াতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুন) দুপুরে অতিরিক্ত বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা।

এসময় তিনি জানান, করোনার ভারতীয় ধরনের সংক্রমণ রোধে শার্শা উপজেলার ১০১ কিলোমিটার সীমান্ত জুড়ে কঠোর নজরদারি শুরু করেছে ৪৯ বিজিবি ব্যাটালিয়ন ও ২১ বিজিবি ব্যাটালিয়ন। যাতে করে অবৈধভাবে কেউ ভারত থেকে বাংলাদেশে ঢুকতে না পারেন। এছাড়া বেনাপোল স্থলবন্দরসহ সীমান্তবর্তী এলাকায় চালচলনকারী সবা স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, ভারতীয় ট্রাকচালকদের মাধ্যমে যেন করোনা সংক্রমণ না হয়, সেজন্য বেনাপোল বন্দর এলাকাতেও বিজিবি মোতায়েন করা হয়েছে। ভারতীয় ট্রাকচালকেরা যাতে বন্দরের বাইরে যেতে না পারেন, তা নিশ্চিত করা হচ্ছে। এছাগা এলাকায় ২৪ ঘণ্টা টহল দিচ্ছে বিজিবি।

বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার জানান, বেনাপোল বন্দরে স্বাস্থ্যবিধি মেনেই বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রয়েছে। বেনাপোল বন্দরে মালপত্র নিয়ে আসা ভারতীয় ট্রাকচালকদের মাধ্যমে যাতে করোনা সংক্রমণ না হয়, সেজন্য
বন্দর কর্তৃপক্ষও কাজ করে যাচ্ছে। বন্দর এলাকায় ছোট ছোট টং দোকান ও খাবারের হোটেলগুলোও বন্ধ করে দেওয়া হয়েছে। যাতে করে ভারতীয় ট্রাকচালকেরা সেখানে যেতে না পারেন। তারা যাতে বন্দরের বাইরে বের না হতে পারেন, সেজন্য আনসার সদস্যদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ৩, ২০২১
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।