ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

রাজশাহীর চিহ্নিত ছিনতাইকারী মুন গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৫, মে ২০, ২০২১
রাজশাহীর চিহ্নিত ছিনতাইকারী মুন গ্রেফতার একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত  ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য আরেফিন ইসলাম মুন।

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও চিহ্নিত  ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য আরেফিন ইসলাম মুনকে (২৯) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ মে) দুপুরে পুরনো সব মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

রাজশাহীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুনকে বর্ণালী মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়। মুন মহানগরীর হেতেমখা মহল্লার সিরাজুল ইসলামের ছেলে। গ্রেফতার মুনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে।

বাংলা‌দেশ সময়: ১৫২৫ ঘণ্টা, মে ২০, ২০২১
এসএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।