রাজশাহী: রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গিয়াস উদ্দিন (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
সোমবার (১৭ মে) দুপুরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মহনগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাসুদ পারভেজ বাংলানিউজকে জানান, দুপুরে গিয়াস মহানগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় মহাসড়ক পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া দুর্ঘটনার পর অটোরিকশাসহ চালক আহাদ আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হবে বলেও জানান ওসি মাসুদ।
বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, মে ১৭, ২০২১
এসএস/আরআইএস