ঢাকা, শুক্রবার, ২৮ ভাদ্র ১৪৩২, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শাহবাগে নিজের গলায় ছুরিকাঘাত, ঢামেকে মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, মে ১৬, ২০২১
শাহবাগে নিজের গলায় ছুরিকাঘাত, ঢামেকে মৃত্যু

ঢাকা: রাজধানীর শাহবাগ শহীদ মিনার এলাকায় ফুটপাতে অজ্ঞাতপরিচয় এক যুবক (৩০) নিজের গলায় ছুরিকাঘাত করে আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৫ মে) দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক পুলিশ ফাঁড়ির (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, সন্ধ্যা ৭টার দিকে হাসপাতালের বহির্বিভাগ রাস্তা সংলগ্ন বটগাছের নিচে রাস্তায় ওই যুবক নিজের গলায় নিজে ছুরিকাঘাত করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে শাহবাগ থানার পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দিনগত রাতে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।  

এ তথ্য নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন-অর-রশিদ বাংলানিউজকে জানান, নিহতের নাম-পরিচয়সহ বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, মে ১৬, ২০২১
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।