ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীর কারখানাতেই তৈরি হতো নকল ওষুধ!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:২৪, এপ্রিল ২৪, ২০২১
রাজশাহীর কারখানাতেই তৈরি হতো নকল ওষুধ!

রাজশাহী: রাজশাহীতে নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।  আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই এ কারখানা গড়ে তুলেছিলেন।

এখানেই তৈরি হতো নকল ওষুধ।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল শুক্রবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে আনিসের বাড়িতে অভিযান চালায়। মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা জামালপুর এলাকায় আনিসের বাড়ি। অনেকটা নির্জন এলাকার এ বাড়িটির একটি ঘরে মেশিন বসিয়ে ওষুধ তৈরি করতেন আনিস।

অভিযানে আনিসকে আটক করা হয়েছে। তার বাবার নাম মৃত আনসার আলী। বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করেছে ডিবি পুলিশ।
এ অভিযানে নেতৃত্বে থাকা মহানগর ডিবি পুলিশের সহকারী কমিশনার রাকিবুল হাসান জানান, নিজেদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। এ সময় চারটি নামি কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করা হয়েছে। ওষুধ তৈরির কারিগরকেও আটক করা হয়েছে। ওষুধের পরিমাণ কত তা এখনই বলা যাচ্ছে না। এ নিয়ে মামলা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২১
এসএস/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।