ঢাকা, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ১৫০০ ইয়াবাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, জানুয়ারি ২, ২০২১
যাত্রাবাড়ীতে ১৫০০ ইয়াবাসহ আটক ১ ইয়াবা, ফাইল ফটো

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৫০০ ইয়াবা বড়িসহ সাইফুল ইসলাম (২৭) নামে এক মাদককারবারিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশ।

শুক্রবার (১ জানুয়ারি) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকা থেকে তাকে আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন জানান, এক হাজার ৫০০ ইয়াবা বড়িসহ মাদককারবারি সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।