ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে এতিম শিশুদের খাবার দিল র‌্যাব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, জানুয়ারি ২, ২০২১
রাজশাহীতে এতিম শিশুদের খাবার দিল র‌্যাব এতিম শিশুর মধ্যে খাবার বিতরণ

রাজশাহী: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহ পালনের অংশ হিসেবে রাজশাহীতে ৫০০ জন এতিম শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) দুপুরে রাজশাহীর বায়া এলাকায় সরকারি শিশু সদনের শিশুদের মধ্যে র‌্যাব-৫ এর পক্ষ থেকে এ খাবার বিতরণ করা হয়।

রাজশাহীর র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল মোত্তাকিম শিশুদের হাতে খাবার তুলে দেন। এ সময় শিশু সদনের কর্মকর্তা এবং র‌্যাব-৫ এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
এসএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।