ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

লন্ডনে শ্রিংলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৫, নভেম্বর ৪, ২০২০
লন্ডনে শ্রিংলার সঙ্গে বসুন্ধরা গ্রুপের এমডির সৌজন্য সাক্ষাৎ

ব্রিটেন সফররত ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর।  

লন্ডনে এই সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন সেখানে ভারতের নবনিযুক্ত হাইকমিশনার গায়ত্রী কুমার।

 

স্থানীয় সময় বুধবার সকালে সাক্ষাৎকালে তাঁরা দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বিশেষ করে বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের বিকাশে বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন ভারতের পররাষ্ট্রসচিব।

গায়ত্রী কুমারের সঙ্গে সায়েম সোবহান আনভীর 

এ সময় তিনি বাংলাদেশ-ভারতের ব্যবসায়িক ও বাণিজ্যিক সম্পর্ক আরো প্রসারের পক্ষে অভিমত তুলে ধরেন। শ্রিংলা আশা প্রকাশ করে বলেন, দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির মধ্য দিয়ে আগামী দিনগুলোতে আরো ইতিবাচক অধ্যায় রচিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।