ঢাকা, শনিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৭ মে ২০২৫, ১৯ জিলকদ ১৪৪৬

জাতীয়

শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশাররফ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, নভেম্বর ৪, ২০২০
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান মোশাররফ আর নেই

ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকুপা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।  

বুধবার (০৪ নভেম্বর) সকালে ঝিনাইদহ সদর হাসপাতালে তিনি মারা যান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, বুধবার সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন হঠাৎ অসুস্থ হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই হৃদয়ন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।  

মোশাররফ হোসেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীনে অংশ নেন। তিনি শৈলকুপা উপজেলার পরিষদের পর পর দুই বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।