ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
ব্যারিস্টার রফিক-উল হকের মৃত্যুতে বসুন্ধরা গ্রুপ চেয়ারম্যানের শোক

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল রফিক-উল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।

এক শোকবার্তায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান বলেন, রফিক-উল হকের মৃত্যুতে দেশ একজন সৎ ও নিষ্ঠাবান আইনজীবী এবং সমাজসেবীকে হারাল।

এ ক্ষতি পূরণীয় নয়। ব্যারিস্টার রফিক-উল হক অকুতোভয় আইনজীবী হিসেবে আজীবন সাহসী ভূমিকা পালন করেছেন। আইন পেশায় তাঁর অবদান জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে।  

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং বলেন, প্রার্থনা করছি যাতে এ শোক সবাই কাটিয়ে উঠতে পারেন।

উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে রফিক-উল হক রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। বার্ধক্যজনিত নানা সমস্যায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন রফিক-উল হক।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।