ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
রাঙ্গাবালীতে স্পিডবোট ডুবে নিখোঁজ ৫

পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় প্রবল ঢেউয়ের তোড়ে স্পিডবোট ডুবির ঘটনায় এ পর্যন্ত পাঁচজন নিখোঁজের খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার আগুনমুখা নদীতে এ ঘটনা ঘটে।

স্পিডবোটে ১৮ জন যাত্রীর মধ্যে পাঁচজন নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ব্যক্তিরা হলেন- পুলিশ কনস্টেবল মহিব্বুল্লাহ (৪৫), এনজিও কর্মী মোস্তাফিজ (৩৫), কবির হোসেন (২৮), দিনমজুর হাসান (৩৫) ও ইমরান (৩৪)। পুলিশ ও উপজেলা প্রশাসন উদ্ধারের কার্যক্রম চালাচ্ছেন।

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমান বাংলানিউজকে জানান, নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের জন্য পুলিশ ও পোস্টগার্ডসহ আমাদের অভিযান অব্যাহত আছে।

পটুয়াখালী নদী বন্দরের সহকারী পরিচালক খাজা সাদিকুর রহমান বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। আমি ঘটনাস্থলে রওনা হয়েছি। জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করেছি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।