ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
বঙ্গবন্ধু হত্যার কুশীলবদের খুঁজে বের করার দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের

ঢাকা: বঙ্গবন্ধুর খুনিদের বিচার হলেও এ হত্যাকাণ্ডের মূল কুশীলবদের বিচার হয়নি। এ হত্যাকাণ্ডের মদতদাতা মূল কুশীলবদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে সরকারে কাছে দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

 

শনিবার (১৫ আগস্ট) মুক্তিযুদ্ধ মঞ্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব কুশীলবদের খুঁজে বের করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কালো রাতে ধানমন্ডির ৩২ বাড়িতে নির্মমভাবে হত্যা করেছিল মুক্তিযুদ্ধের পরাজিত অপশক্তি।

মুক্তিযুদ্ধ মঞ্চ জাতিয় শোক দিবস উপলক্ষে সকাল ১১টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি দেবে। সেই সঙ্গে কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করবে।  

এছাড়া মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির মতো সমগ্র দেশের সব ইউনিট একই কর্মসূচি পালন করবে।

বাংলাদেশ সময়: ০৮০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০২০
এজেডএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।