ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
ফেনীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ফেনী: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফাজিলপুর ও লেমুয়া অংশে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী, পিকআপ চালক ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে দোকানের জন্য মালামাল আনতে গিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-মিরসরাই পৌর বাজারের মুনতাহা টাইলসের স্বত্বাধিকারী মনোয়ার উদ্দিন রনি (৩৪) ও পিকআপচালক মামুন (৩২)।

রনির চাচা জসিম উদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুর ২টায় দোকানের জন্য মালামাল কিনতে পিকআপে করে ফেনী যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে পিকআপ দুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুইজনের দুইজনের মৃত্যু হয়। রনির এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মিরসরাই পৌরসভার কাউন্সিলর নুরুন নবী জানান, হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। বাদ এশার নামাজ শেষে তার জানাজা অনুষ্ঠিত হবে।

অপরদিকে, মহাসড়কের লেমুয়া অংশে জুয়েল সরকার (৩২) নামের আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিলে আরোহী জুয়েল সরকার গুরুরত আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফেনী জেনারের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মালেক দু’টি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।