ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভাঙন রোধে বুড়িগঙ্গায় বাঁশের বাঁধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
ভাঙন রোধে বুড়িগঙ্গায় বাঁশের বাঁধ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের বক্তাবলী ফেরিঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর ঢেউয়ে পাড় ভাঙতে শুরু করেছে। এতে পাড় রক্ষায় স্থানীয়রা বাঁশ দিয়ে ও মাটি দিয়ে বাঁধ দিচ্ছেন।

 

শুক্রবার (৭ আগস্ট) সরেজমিনে দেখা যায়, স্থানীয়রা বাঁশ দিয়ে ইতিমধ্যে ব্যারিকেড নির্মাণ করেছেন। এখন সেখানে মাটি দিয়ে ভরাট করে বাঁধ নির্মাণ করছেন। এতে করে ভাঙন থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে।  

স্থানীয় বাসিন্দা রহিম ব্যাপারী জানান, পানি বৃদ্ধির পাশাপাশি এখানে নদীর পাড় ভাঙতে শুরু করেছে দু’দিন ধরে। যদি এখনই বাঁধ দেয়া না হয় তাহলে হয়তো পাড় ভেঙ্গে নদীগর্ভে বিলিন হওয়া শুরু হবে এ এলাকাটি। তাই এখানে দ্রুত সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব ততটুকু দিয়ে বাঁধ নির্মাণ চলছে।  

এলাকাবাসী মিলে আপাতত অস্থায়ী এ বাঁধ নির্মাণ করছেন। তবে স্থানীয়রা দ্রুত এখানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।