ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বনলতা এক্সপ্রেসের ৪৫ আসনের টিকিটসহ ২ কালোবাজারি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০২০
বনলতা এক্সপ্রেসের ৪৫ আসনের টিকিটসহ ২ কালোবাজারি আটক আটক মাবুদ খান ওরফে রিমন ও লিয়াকত আলী

রাজশাহী: রাজশাহীতে বিরতিহীন ট্রেন বনলতা এক্সপ্রেসের টিকিটসহ দুই কালোবাজারিকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাতে মহানগরের শিরোইল কাঁচাবাজার বাস্তুহারা এলাকা থেকে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাদের আটক করে।

 

আটকরা হলেন- মহানগরের শিরোইল মঠপুকুর এলাকার আশরাফ আলীর ছেলে মাবুদ খান ওরফে রিমন (১৯) ও শিরোইল স্টেশনপাড়া এলাকার মৃত ভাদু শেখের ছেলে লিয়াকত আলী (৫৩)। তাদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।  

শুক্রবার (৭ আগস্ট) সকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ শিরোইল কাঁচাবাজার এলাকায় অভিযান চালায়। এসময় রেলওয়ের রাজশাহী-ঢাকা রুটে চলাচলকারী বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেসের ১৩টি টিকিটসহ দু’জনকে আটক করা হয়। ওই ১৩টি টিকিটের মধ্যে ৪৫টি সিট আছে।

এ টিকিটগুলো তারা অ্যাপসে অনলাইনের মাধ্যমেই কেটেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছে। জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে তাদের বোয়ালিয়া মডেল থানায় সোপর্দ করেছে ডিবি পুলিশ। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মহানগরের বোয়ালিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরের মধ্যে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে বলে জানান গোলাম রুহুল কুদ্দুস।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।