ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, আগস্ট ২, ২০২০
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হলো কলেজ শিক্ষকের প্রতীকী ছবি।

রাজশাহী: করোনা উপসর্গ নিয়ে রাজশাহীতে কবীর আহমেদ (৫০) নামে একজন কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ আগস্ট) গভীর রাতে তার মৃত্যু হয়।

তিনি রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন। করোনার উপসর্গ নিয়ে গত ২৮ জুলাই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

রোববার (২ আগস্ট) দুপুরে রামেক হাসপাতালের উপ-পরিচালক ডা. সাইফুল ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষার কথা ছিল। কিন্তু নমুনা সংগ্রহের আগেই কবীর আহমেদের মৃত্যু হয়।

তবে মৃত্যুর পর ওই শিক্ষকের মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা। তবে স্বাস্থ্যবিধি মেনেই তার মরদেহ দাফন করার জন্য বলা হয়েছে বলেও জানান ডা. ফেরদৌস।

এদিকে, কবীর আহমাদের গ্রামের বাড়ি নওগাঁয়। তবে তিনি শিক্ষকতা পেশার কারণে রাজশাহী মহানগরের মহিষবাথান এলাকায় থাকতেন পরিবার নিয়েই।  

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২০
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ