ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

পদ্মায় ধরা পড়ল ২৮ কেজির পাঙ্গাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৩, জুলাই ৬, ২০২০
পদ্মায় ধরা পড়ল ২৮ কেজির পাঙ্গাশ

রাজবাড়ী: রাজবাড়ীর জেলার পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। 

সোমবার (৬ জুলাই) সকালে বড় এই মাছটি জেলে গুরু হলদারের জালে ধরা পড়ে। পরে তার কাছ থেকে ৩৭ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেন দৌলতদিয়া ঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

 

ব্যবসায়ী চান্দু মোল্লা বাংলানিউজকে বলেন, ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে জেলে গুরু হলদারের জালে বিশাল আকৃতির পাঙ্গাশটি ধরা পড়ে। সকালে নদীর পাড়ে এনে ওজন করে দেখা যায় মাছটির ওজন ২৮ কেজি। পরে ওই জেলে দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে এক হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮০০ টাকায় মাছটি কিনে নেই। পরে এক হাজার ৪৫০ বা ১৫০০ টাকা কেজিতে মাছটি বিক্রি করবো। এখন নদীতে পানি বেশি থাকায় প্রায়ই বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।