ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেনাবাহিনীর বাঘাইহাট জোনের  ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুলাই ৫, ২০২০
সেনাবাহিনীর বাঘাইহাট জোনের  ত্রাণসামগ্রী বিতরণ

খাগড়াছড়ি: করোনা ভাইরাস সংকটে খাগড়াছড়ির দুইটিলা ও করেংগাতলী এলাকায় বসবাসরত কর্মহীন, অসহায় দুস্থ পাহাড়ি ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাঘাইহাট জোনের সেনা সদস্যরা। নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ও বাড়িতে বাড়িতে গিয়ে এ ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছেন তারা।

রোববার (৫ জুলাই) ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. হুমায়ুন কবির।

 ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, আটা, তৈল, লবণ, পেঁয়াজ, আলু, সুজি, বিস্কুট ও সাবান।

সেনাবাহিনীর এ কার্যক্রমে গুচ্ছগ্রামসহ অন্যান্য এলাকার কর্মহীন ও দুস্থ মানুষরা তাদের দুর্দিনে এ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি বলেও জানান।  

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, জুলাই ০৫, ২০২০
এডি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।